কানাইঘাটের ১১টি গরু উদ্ধারের জন্য বিভাগীয় কমিশনারে আবেদন

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮

কানাইঘাটের ১১টি গরু উদ্ধারের জন্য বিভাগীয় কমিশনারে আবেদন

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের জকিগঞ্জের বিয়াবাইল বিওপি ক্যাম্পের বিজিবি’র জোয়ানরা কানাইঘাটের আলা উদ্দিনের গোয়াল ঘর থেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া ১১টি গরু ফেরত আনতে সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে আবেদন করেছেন গরুর মালিক আলা উদ্দিন।

Manual1 Ad Code

তিনি রোববার (১১ নভেম্বর) গরুগুলো ফেরত আনার ব্যবস্থা করতে বিভাগীয় কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।

Manual5 Ad Code

এর পূর্বে আলা উদ্দিনের পক্ষে এড. মঈনুল ইসলাম বুলবুল গত ৭ নভেম্বর বিজিবি ১৯-ব্যাটালিয়ানের অধিনায়ক বরাবরে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন ও ৮ নভেম্বর সিলেট জেলা প্রশাসক বরাবরে গরুগুলো উদ্ধারে আবেদন করেছিলেন আলা উদ্দিন।

কিন্তু আজও গরুগুলো ফিরিয়ে না দেওয়ায় গরুগুলোর ক্রয়কৃত মালিক কানাইঘাটের সড়কের বাজার দর্পনগর পশ্চিম গ্রামের মৃত ফরিদ আলীর পুত্র আলা উদ্দিন বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

Manual7 Ad Code

আবেদনে উলে­খ করা হয়, ৪ নভেম্বর মৃত নাজির আলীর পুত্র জনৈক সাহাব উদ্দিন করিডোরের মাধ্যমে চাক্কা মার্কা যুক্ত বিভিন্ন রংয়ের ১৫টি বলদ গরু প্রাপ্ত হন। এরপর তিনি ৫ নভেম্বর বর্ণিত গরুগুলো হাটবাজারে বিক্রয় করার জন্য হাজী আব্দুর রহমানের পুত্র আলী আহমদকে অনুমতিপত্র দেন। এর প্রেক্ষিতে আলা উদ্দিন ৬ নভেম্বর মঙ্গলবার সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর বাজারের ইজারাদার মো. আব্দুর রশিদ হতে গরু বিক্রেতা আলী আহমদের কাছ থেকে ৬১৫৪ ও ৬১৫৫ নং চালানের মাধ্যমে বিভিন্ন রংয়ের ১১টি গরু ক্রয় করেন।

Manual2 Ad Code

কিন্তু গত ৭ নভেম্বর বুধবার ভোর রাতে বিয়াবাইল বিওপি ক্যাম্পের বিজিবিগণ আলা উদ্দিনের গোয়াল ঘর থেকে ১১টি গরু ছিনিয়ে নিয়ে যান। কিন্তু বিজিবি সদস্যগণ গরুগুলো অবৈধ বলে জোরপূর্বক গোয়ালঘর থেকে ছিনিয়ে নেয়। এসময় আলা উদ্দিন ক্রয়কৃত গরুর চালান দেখালেও রক্ষা পাননি।

তাই উক্ত গরুগুলো ফিরিয়ে দিতে মহামান্য হাইকোর্টের ৪৪ ডিএলআর (এডি) পৃষ্ঠা নং-২১৯ এর ক্ষমতাবলে বিজিবি ১৯-ব্যাটালিয়ান অধিনায়ক বরাবরে এ নোটিশ প্রদান করে আলা উদ্দিনের পক্ষে সিলেট জজ কোর্টের এডভোকেট মো. মঈনুল ইসলাম বুলবুল। কিন্তু তবুও বিজিবি কর্তৃপক্ষ গরু ফেরত না দেওয়ায় তিনি বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছেও ক্রয়কৃত গরুগুলো ফেরত চেয়ে এ আবেদন করেন। আজ অবধি গরুগুলো ফেরত না দেয়ায় সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে আজ এ আবেদন করেন আলা উদ্দিন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..