বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে বিশ্বনাথের হানজালা আল জাবেদী। সে দেশের সেরা চক্ষুরোগ বিশেষজ্ঞ, সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বেতসান্দি গ্রামের ডাঃ মোঃ জহিরুল ইসলাম ও ডাঃ শরীফুন্নেছা চৌধুরী দম্পতির পুুুত্র।
হানজালা আল জাবেদী ২০১৮ সালের উচ্চ মাধ্যমকি পরীক্ষায় ঢাকার নটরডেম কলজে থেকে অংশগ্রহন করে গোল্ডেন এ-প্লাস পেয়েছিল এবং বিগত জেএসসি ২০১৩ ট্যালেন্টপুল বৃত্তি, ইংলিশ ভার্সন ও এসএসসি ২০১৬ ইংলিশ ভার্সন, গোল্ডেন জিপিএ ফাইভ লাভ করে।
হানজালার নানার বাড়ী কানাইঘাট উপজেলার তালবাড়ী গ্রামে। সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নর্থ ইষ্ট মেডিকেল কলেজ‘র অবঃপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নূরুল আম্বিয়া চৌধুরীর নাতি। তার স্বপ্ন বাবার মতো মানবদরদী, আদর্শ চিকিৎসক হওয়া ।
হানজালা আল জাবেদী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করেন তার পিতা ডাঃ মোঃ জহিরুল ইসলাম। হানজালা যাতে সত্যিকার অর্থে একজন জ্ঞানসমৃদ্ধ, দক্ষ ও মানবদরদী চিকিৎসক হিসেবে গড়ে উঠতে পারে এজন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
Sharing is caring!