সিলেট ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মে ৩১, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ বাবুল বিশ্বাস নামে মাদক মামলায় জেলা কারাগারে থাকা দক্ষিণ সুনামগঞ্জের এক কয়েদির মৃত্যু হয়েছে।’ নিহত বাবুল জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের আনন্দ বিশ্বাসের ছেলে।’
বৃহস্পতিবার দুপুর কারাগার কতৃপক্ষ বাবুল বিশ্বাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ’
কারাগার সুত্রে জানা যায়, চলতি বছরের ২৬ মে একটি মাদক মামলায় গ্রেফতার হয় দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস গ্রামের বাবুল বিশ্বাস। এরপর আদালতের মাধ্যমে তাকে জেলা করাগারে প্রেরণ করা হয়।
’ বুধবার রাতে ওই কয়েদি বাবুল বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।’
সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আবুল কালাম আজাদ বৃহস্পতিবার জানান, বাবুলের মৃত্যুর সঠিক কারণ এখনই বলা যাচ্ছে না, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd