গোয়াইনঘাটের হাজার হাজার পাথর শ্রমিক রোগে ভোগছেন

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, মে ২৪, ২০১৮

গোয়াইনঘাটের হাজার হাজার পাথর শ্রমিক রোগে ভোগছেন

স্টাফ রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিয়াইন ও বিছনান্দি পাথর কোয়ারী বাংলাদেশের শীর্ষস্থান দখল করে আছে।
বাংলাদেশের সীমান্তবর্তী স্থান হওয়ায় এবং নিকটবর্তী ভারতের মেঘালয় পাহাড় সীমান্তবর্তী স্থান হওয়ায় এবং নিকটবর্তী ভারতের মেঘালয় পাহাড় পরিবেষ্টিত, অপরদিকে বাংলাদেশে পিয়াইন ও বিছনাকান্দি এর পাথর কোয়ারী হইতে অত্র এলাকার লোকজন পাথর উত্তোলন করে দেশে পাথরের বিশাল চাহিদা মেটাচ্ছে এবং নিজেরাও আর্থিকভাবে উপকৃত হচ্ছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, অত্র এলাকার নৌকা বারকি শ্রমিকরা কাজকর্ম না থাকার কারণে মানবেতর জীবন যাপন করছে। সরেজমিনে দেখা যায় হাজার হাজার বারকি শ্রমিক নৌকা দিয়ে নদীতে সারিবদ্ধভাবে রেখে বসে অপেক্ষার প্রহর গুনছে। কোন কাজ নেই কখন যানি পাথর উত্তোলন শুরু হবে। সেই আশায় বসে বসে সময় কাটাচ্ছে। এলাকার লোকজনের সাথে আলাপ করে জানা যায়, প্রতি বছর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তারা পাথর উত্তোলন করে। বারকি শ্রমিক দুলাল জানান পূর্বে পানিতে ডুব দিয়ে বালতি দ্বারা পাথর উত্তোলন করে নৌকা যোগে তাহা বিক্রি করেন। বয়স হয়ে যাওয়ায় এখন আর শরীরে সেই শক্তি নেই। এই পদ্ধতিতে এখন আর পাথর উত্তোলন করিতে পারেন না এবং এই পদ্ধতিতে পাথর উত্তোলন করিলে জ্বর সহ বিভিন্ন রোগ ব্যধিতে ভোগতে হয়। তাই বর্তমানে কয়েক বৎসর ধরে সেইভ নৌকা দিয়ে পাথর উত্তোলন করে আসিতেছেন। বর্তমানে প্রশাসন ও স্থানীয় প্রভাবশালী লোকজনের বাধার কারণে তারা পাথর উত্তোলন করিতে পারিতেছেন না। অসহায় অবস্থায় পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করিতেছেন। তিনি জানান সংসারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি তিনি। ৯ সদস্যের পরিবার নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। প্রতিবেদকের সাথে কথা বলতে বলতে তিনির চোখে জল চলে আসে। অত্যন্ত দুঃখ করে বলেন, ছেলে সন্তানদের নিয়ে সংসার চালাতে না পারায়, আত্মহত্যা করে মরে যাওয়া ছাড়া আর উপায় নাই। তাই মানবিক কারণে সেইভ নৌকা দিয়ে পাথর উত্তোলন করার সুযোগ প্রদান করিলে হাজার হাজার বারকি শ্রমিক নদী থেকে পাথর উত্তোলন করে পরিবার পরিজন নিয়ে কোন রকম জীবিকা নির্বাহ করিতে পারিবে। এ ব্যাপারে সরকারের সদয়দৃষ্টি কামনা করেছে অত্র এলাকার হতদরিদ্র বারকি শ্রমিকরা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2018
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..