সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, মে ৮, ২০১৮
গোয়ইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট থানার পুলিশের নাকের ডগায় চলছে প্রকাশ্যে ভারতীয় সিলং তীর নামক জুয়ার জমজমাট আসর। আলেচিত সমালোচিত গোয়াইনঘাট সব সময় থাকে আলোচনার কেন্দ্র বিন্দু হিসেবে। তথ্য সূত্রে ঘটনাস্থল অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় থানার পাশে অবস্থিত গোয়াইনঘাট সবজি বাজার এর ভিতরে চেয়ার টেবিল বসিয়ে বিভিন্ন স্পটে চলছে সিলং তীরের এজেন্টগণের জুয়ারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করার হিড়িক। এ যেন মানুষের কাছে তাদেও পাওনা টাকার একটি উৎসব। সিলং তীর মুলত: ভারতীয় একটি জুয়া খেলা আর এই জুয়া খেলাটিকে এক শ্রেণীর কিছু অসাধু ব্যক্তি অধিক মুনাফা লাভের জন্য ভারতের সাখে এজেন্ট চুক্তিতে মূলক জুয়া খেলাটি পরিচালনা কওে আসছে। সিলং তীরের মহামারিতে পড়ে এক শ্রেণীর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত দিনমজুর পরিবারগুলো আজ সর্বশান্ত জয়ে বসত ভিটা সহ সব হারিয়ে রাস্তায় এসে াড়িয়েছে। সিলং তীর খেলায় আসক্ত হয়ে যুব সমাজ, কিশোর সহ জুায়ার টাকা সংগ্রহের জন্য এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে। ্১ টাকার বিনিময়ে ৭০ টাকা আর ১০ টাকার বিনিময়ে ৭০০ টাকা লাভের আশায় গোয়াইনঘাটের অধিকাংশ পরিবার সব কিছু হারিয়ে এখন রাস্থায়। গোয়াইনঘাট থানাধীন ইউনিয়নের পাশে দোকান কোটা ভাড়া নিয়ে এজেন্টগন নির্বিঘেœ জুয়ার টাকা সংগ্রহ করছে। তথ্যসেেূত্র জানা যায়, পরিচালনা কারী মো: বাবুল মিয়া ও আহারকান্দি বাজারে অপর একটি আসরের নেতৃত্ব আছেন তাজ উদ্দিন ও লেমন ও বশির মিয়াসহ আশেপাশের গ্রামগুলোর বাড়িতে গিয়ে সিলং তীর নাম জুয়া খেলাটির পরিচালনা করছেন ইউনিয়নের পার্শ্ববর্তী তারুখাল গ্রামের মোহাম্ম আলী ও তাহার ভাই ময়না মিয়ার বাড়িতে দিন থেকে রাতের শেষ সময় পর্যন্ত মাদক ব্যবসা ও জুয়া খেলা চালিয়ে যাচ্ছে।
সংবাদটি চলমান থাকবে
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd