বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে মোটরসাইকেল চুরি করতে এসে মালিকের হাতে ধরা পড়েছে এক চুর। তার নাম মাছুম মিয়া (২৫) সে বিশ্বনাথ সদর ইউনিয়নের বরইগাঁও তাজপুর গ্রামের সুরত আলীর পুত্র। ঘটনাটি শুক্রবার রাতে উপজেলার দেওকলস ইউনিয়নের সদুরগাঁও আলাপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে ঘটে।
এ ঘটনায় রবইগাঁও তাজপুর গ্রামের মাছুম মিয়াকে প্রধান আসামী ও আরো ৪/৫ জনকে অজ্ঞাতনাম আসামী করে সাইফুল ইসলাম বাদি হয়ে মামলা করেছেন। মামলা নং ১৪। (তারিখ ৫ মে ২০১৮ইং।)
মামলার এজাহার সূত্রে জানাগেছে, সাইফুল ইসলামের বসতঘরের কেসি গেইটের ভিতরে প্রবেশ করে মোটরসাইকেল চুরি উদ্দেশ্যে তালা ভাংচুর করে চুরেরদল। এসময় সাইফুল ইসলাম টের পেয়ে উপরের তালা থেকে নিছে নেমে পিছন থেকে মাছুম মিয়াকে আটক করেন এবং অন্য ৩/৪ জন লোক পালিয়ে যায়। পরবর্তীতে সাইফুল ইসলাম আটক আসামী মাছুম মিয়াকে থানায় সোপর্দ করেন।
Sharing is caring!