বিশেষ প্রতিনিধি :: বহুল প্রচারিত ও পাঠক জনপ্রিয় “দৈনিক বাংলার ডাক” এর সহ-সম্পাদক বদরুল ইসলাম-কে গত কাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ মালয়েশিয়া শাখা’র সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইন সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ১৮-সদস্যের কমিটি’তে বদরুল ইসলাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক বদরুল ইসলাম এর আগে মালয়েশিয়া কুয়ালালামপুর ছাত্রলীগের দীর্ঘ-দিনের সাধারণ সম্পাদক ছিলেন এবং চলমান কুয়ালালামপুর শাখা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। জুড়ী প্রতিনিধি জানান, বাংলাদেশ ছাত্রলীগ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বদরুল ইসলামের গ্রামের বাড়ী মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউ.পি’তে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে স্থানীয় ছাত্রলীগ। “দৈনিক বাংলার ডাক” এর প্রধান সম্পাদক সৈয়দ মুন্তাছির রিমন ও সম্পাদক জাকির হোসেন জানান, আমাদের পত্রিকার সম্মানিত সহ-সম্পাদক বদরুল ইসলাম-কে মালয়েশিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক মননিত করায় আমরা আনন্দিত এবং কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ঋনি।তারা আরোও জানান, বদরুল ইসলামের বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। টেলিফোনে কথা হয়েছে, দ্রুত তিনি স্বদেশে ফিরবেন, দেশে ফিরলেই “দৈনিক বাংলার ডাক” পরিবারে পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।