বিশ্বনাথ প্রতিনিধি :: দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ‘নির্বাচন পরবর্তী সহিংসতার’ একটি মামলায় বিএনপি-ছাত্রদলের ১৯ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। দীর্ঘ ৪ বছর পর সোমবার সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু ওবায়েদ এ রায় প্রদান করেন।
খালাসপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন- সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সালিশি ব্যক্তিত্ব চন্দন মিয়া, বিএনপি নেতা খোয়াজ আলী, আরব আলী, ছুফি মিয়া, যুবদল নেতা কপি মিয়া, আব্দুল জব্বার, আবদাল মিয়া, আব্দুস সালাম, আব্দুল কালাম, আব্দুল মুকিত, মোবারক হোসেন, আব্দুল আজিজ, এমসি কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান বাদশা, যুবদল নেতা সাহেল আহমদ, দবির আলী, বাবুল আহমদ, আখতার মিয়া, আলতাব আলী।
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘২০১৪ সালের পাঁচ জানুয়ারি নির্বাচনের সময়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে এবং পরদিন পার্শ্ববর্তী নতুন বাজারে সহিংসতার ঘটনা ঘটে।’
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা রোকন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতে দীর্ঘ শুনানি শেষে সোমবার আমাদের ১৯ জনকে বেকসুর খালাস দেন আদালত।’
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এডভোকেট খোকন বাবু এবং আসামিপক্ষে ছিলেন এডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল ও আজিজুর রহমান সুমন অংশ নেন বলে জানান তিনি।
Sharing is caring!