সিলেট ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ শিক্ষকদের বেতন-ভাতা বন্ধসহ প্রয়োজনীয় উন্নয়নের অভাবে প্রতিষ্ঠানটি প্রায় বন্ধ হওয়ার উপক্রম।
এ রকম নাকাল অবস্থায় স্কুলের পর্ষদ কর্মকর্তারা প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদারকে দেওয়া এক সংবর্ধনা সভায় প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তারা স্কুলটি বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চাইছেন।
এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ। স্কুলের সার্বিক অবস্থা তুলে ধরেন প্রশাসনিক সদস্য মো. রফিকুল ইসলাম।
এ সময় কেন্দ্রিয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি আব্দুস সালামসহ দূতাবাসের কর্মকর্তা ও অন্যান্য অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ড. নমিতা রিয়াদের এই স্কুলটির জন্য নিজস্ব জমি ক্রয় এবং স্থায়ী ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর টেকসই উন্নয়ন নীতি অনুসরণ করবেন এমন আশ্বাস দেন।
সংবর্ধনা সভায় প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd