সিলেট ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : মালয়েশিয়াগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
শনিবার সকালে আকাশে উড়াল দেয়ার ১৫ মিনিট পরই বিমানটি অবতরণ করে বলে জানিয়েছেন ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম।
তিনি বলেন, কুয়ালালামপুর যাওয়ার জন্য একটি ফ্লাইট শাহজালাল থেকে রওনা দেয়। আকাশে ১৫ মিনিট ওড়ার পর মনিটরে একটা সিগন্যাল আসে। সাইকোলজিকাল সমস্যার জন্য ক্যাপ্টেন শাহজালালে জরুরি অবতরণ করান ফ্লাইটটিকে।
তাৎক্ষণিকভাবে ইঞ্জিনে কোনো সমস্যা পাওয়া যায়নি। ফ্লাইটটি কুয়ালালামপুর যাবে। এজন্য প্রস্তুতি চলছে বলে জানান কামরুল ইসলাম।
উল্লেখ্য, ১২ মার্চ দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
বিমানটিতে ৩৬ বাংলাদেশিসহ ৭১ আরোহী ছিলেন। এর মধ্যে ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd