সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইঘাটের পল্লীতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল রবিবার পথম প্রহর রাত ১টায় উপজেলার মালগ্রামের প্রতিবন্ধী শাহ আব্দুল খালিকের ঘরে এ ডাকাতি হয়। ৫-৬ জনের ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে গৃহকর্তা শাহ আব্দুল খালিককে পারপিট ও গুরুতর জখম করে এবং ঘরের অন্যদের জিম্মি করে ফেলে। ডাকাতরা শাহ আব্দুল খালিকের ঘরে থাকা জমি বন্দকের ৫০ হাজার টাকা নিয়ে যায়। আহত শাহ আব্দুল খালিককে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই হাসপাতালের ১১নং ওয়ার্ডে চিকিৎসাধীন। আহত শাহ আব্দুল খালিক ওই গ্রামের শাহ আব্দুস সামাদের পুত্র।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, তিনি ঘটনা শুনেছেন, তবে কেউ থানায় অভিযোগ দেয়নি। পুলিশ খোজ নিচ্ছে,অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd