ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর মীরের ময়দানে সেনাবাহিনীর মেজর মোস্তফা আনোয়ারুল আজিজের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ৬ ছাত্রলীগ কর্মীকে কারাদণ্ডসহ জরিমানা করেছেন আদালত। মামলা থেকে দুই আসামীকে অব্যাহতিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সিলেটের চীফ মেট্টোপলিটন আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো দ্রুত বিচার আইনে করা এ মামলার রায় ঘোষণা করেন।

Manual4 Ad Code

আদালতের এপিপি এডভোকেট মাহফুজুর রহমান জানান, মামলায় ছাত্রলীগ কর্মী হাসান শাহরিয়ার রকি, সাফকাত হোসেন শুভ, কাজি মাকসুদ আহমদ, ভানুলাল দাশ, সাইদুল ইসলাম ও সমীরণ চৌধুরী সৌরভকে ৪ বছর করে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ মাস করে কারাদণ্ড দেন আদালত।

Manual3 Ad Code

রায়ে বেকসুর খালাস পেয়েছেন সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান জুয়েল ও ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান পাভেল।

Manual5 Ad Code

গত বছরের ৬ এপ্রিল রাতে নগরীর কেওয়াপাড়ার বাসা থেকে বের হন মেজর আজিজ। এ সময় ছাত্রলীগের কয়েক জন নেতাকর্মী মেজর আজিজকে তার গাড়ি সড়কের পাশে সরাতে নির্দেশ দেয়। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে তারা মেজর আজিজের উপর হামলা চালায়।

Manual8 Ad Code

হামলাকারীরা ওই সেনা কর্মকর্তার ডান কানের নিচে ছুরিকাঘাত করা হয় এবং তার গাড়ি ভাঙচুর করে। পরে আহত মেজর আজিজ বাদী হয়ে সাত ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।