সিলেট-তামাবিল মহাসড়কে দূর্ঘটনায় বিজিবি সদস্য’র মৃত্যু আহত-১

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৮


Manual5 Ad Code

শাহ আলম,গোয়াইনঘাট থেকে : সিলেট-তামাবিল মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) এক সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার গুচ্ছগ্রাম নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্য গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি এলাকার সুলতান মিয়ার ছেলে রমজান আলী (২২)। এ ঘটনায় একই এলাকার সাহাব উদ্দিন নামের তার আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে।

Manual4 Ad Code

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি রমজান তার কর্মস্থল চট্রগ্রামের বরকল উপজেলা থেকে এক মাসের ছুটি নিয়ে গ্রামের বাড়ি নলজুড়িতে আসে। মঙ্গলবার রাতে সে ৪নং বাংলাবাজার এলাকায় বন্ধুদের সাথে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে এক আতœীয়ের বাসায় যায়। অনুষ্ঠান শেষে তারা চার জন বন্ধু মিলে দু’টি মোটর সাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি ফেরার পথে রমজান ও সাহাব উদ্দিনকে বহনকারী মোটর সাইকেলটি গুচ্ছ গ্রাম নামক স্থানে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এসময় তারা মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. মাইনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..