রোগী আটকে টাকা আদায় বন্ধে সরকার আইন করছে

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৮

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, বেসরকারি হাসপাতালে সেবার নামে হয়রানি ও অর্থ আদায় বন্ধে সরকার একটি নতুন আইন করতে যাচ্ছে।

তিনি আজ সংসদে জাতীয় পার্টির সদস্য নূর ই হাসনা লিলি চৌধুরীর কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে আনীত জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে বলেন, ‘রোগীকে আটকে রেখে টাকা আদায় করা জঘন্য অপরাধ, এটি একটি ক্রাইম। এ ধরনের অপরাধ বন্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। এ ব্যাপারে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন করা হবে।’

Manual6 Ad Code

নূর ই হাসনা লিলি চৌধুরী নোটিশে বলেন, রাজধানীসহ দেশের বেসরকারি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টের নামে রোগীকে আটকে রেখে লাখ লাখ টাকা আদায় ও নানা ধরনের হয়রানি করা হয়।

Manual8 Ad Code

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনেক বেসরকারি হাসপাতালে এ ধরনের ঘটনা ঘটছে। আমরাও অনেক অভিযোগ পেয়েছি। মুমূর্ষু রোগীকে আটকে রেখে টাকা আদায় করা হয়। মানুষকে জিম্মি করে টাকা আদায় করা হয়।’

Manual2 Ad Code

তিনি বলেন, এমনও প্রমাণ আছে, রোগী মারা গেছে কিন্তু রোগী লাইফ সাপোর্টে আছে বলে টাকা আদায় করা হয়েছে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হয় বলে তিনি জানান।

Manual7 Ad Code

অনেকে ফাইভ স্টার হোটেলের মতো হাসপাতাল চালায় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তাদের বোঝা উচিত, মানুষ জীবন বাঁচাতে হাসপাতালে যায়। অথচ এই রোগীদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করা হয়। এটা একটা ক্রাইম।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..