দিরাইয়ে স্কুলছাত্রী মুন্নী হত্যা মামলার চার্জশিট দাখিল

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৮

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নী হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ।

Manual3 Ad Code

সোমবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিনের আদালতে ৯০ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দিরাই থানার এসআই মো. সেকান্দর আলী।

Manual8 Ad Code

অভিযোগপত্রে একজনকে আসামি করা হয়েছে এবং ২১ জনকে সাক্ষী করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সেকান্দর আলী যুগান্তরকে বলেন, ‘দিরাইয়ের মুন্নী হত্যা মামলাটি একটি আলোচিত মামলা। পুলিশ মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে। তাই মামলা দায়েরের ১৫ কার্যদিবসের মধ্যে অভিযোগপত্র জমা দেয়া হয়েছে। এ মামলায় ২১ জনকে সাক্ষী করা হয়েছে। নিখুঁতভাবে চার্জশিট দেয়া হয়েছে, যাতে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়।’

উল্লেখ্য, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ১৬ ডিসেম্বর রাতে দিরাই পৌর এলাকার মাদানী মহল্লার নিজ বাসভবনে দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী মেধাবী ছাত্রী হুমায়রা আক্তার মুন্নীকে ছুরিকাঘাত করে হত্যা করে ইয়াহিয়া।

Manual7 Ad Code

এর ৫ দিনের মাথায় সিলেট থেকে ইয়াহিয়াকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিম‚লক জবানবন্দি দেয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..