সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতকে অধ্যয়নরত এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল কাদির নামের এক যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, শুক্রবার রাত নয়টার দিকে সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে টিউশনি শেষে অটোরিকশাযোগে বিশ্ববিদ্যালয়ে ফেরার সময় ছাত্রীর গায়ে হাত দেয় পাশের সিটে বসা ওই যুবক। এ সময় ছাত্রী প্রতিবাদ করলে যুবকটি তার সাথে বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে ওই ছাত্রী দ্রুত সিএনজি অটোরিকশা থেকে নেমে পাশে থাকা সাধারণ শিক্ষার্থীদের বিষয়টি জানায়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা আব্দুল কাদির নামক ওই যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহিদ হাসান জানান, অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, শ্লীলতাহানির ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ অভিযুক্ত যুবককে কোর্টে সোপর্দ করবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd