ওসমানীনগরে ১৪ বছর পর যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী নূরজাহান গ্রেফতার

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২২

ওসমানীনগরে ১৪ বছর পর যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী নূরজাহান গ্রেফতার

Manual6 Ad Code
নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগরে থানায় দায়েরকৃত হত্যা মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী নূরজাহান বেগমকে ১৪ বছর পর গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
রবিবার ভোরে ঢাকার র‌্যাব-৩ এর সাহায়তায় ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম মাঈন উদ্দিনের সার্বিক দিক নিদের্শনায় থানার এস আই স্বাধিন চন্দ্র তালুকদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার বুড়ি চং উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নূরজাহান উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের রইছ আলীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে,২০০৮ সালের ১ অক্টোবর নূরজাহানসহ ১৫ জনকে আসামী করে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন বিশ্বনাথ উপজেলার সৎপুর (ধিরারাই) গ্রামের আসকর আলী। ওই মামলায় র্দীঘ বিচার কার্য শেষে নূরজাহান বেগমসহ একাধিক আসামীদের যাবত-জীবন সাজা প্রদান করেন সংশ্লিষ্ট আদালত।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম মাঈন উদ্দিন জানান,র্দীঘ প্রচেষ্টার পর ঢাকা র‌্যাব-৩ এর সহায়তায় কুমিল্লার বুড়িচং এলাকা থেকে যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক থাকা নুরহজাহান বেগমকে গ্রেফতার করে রবিবার বিকালে থানায় নিয়ে আসা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..