গোলাপগঞ্জে নিখোঁজের ২ দিন পর মিললো বৃদ্ধের লাশ

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

গোলাপগঞ্জে নিখোঁজের ২ দিন পর মিললো বৃদ্ধের লাশ

Manual4 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজের ২ দিন পর সিরাজ উদ্দিন (৬৪) নামের এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে বৃদ্ধের নিজ বাড়ির পাশের একটি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সিরাজ উদ্দিন গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের (হেতিমগঞ্জ) কায়স্থগ্রাম ইজরাপাড়া গ্রামের মৃত রমজান উল্লাহর ছেলে।

Manual1 Ad Code

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, সিরাজ উদ্দিন বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে প্রতিদিনের ন্যায় চাষাবাদের জন্য জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর শুক্রবার সকালে এক প্রতিবেশী তার লাশ বাড়ির পাশের একটি জমিতে দেখতে পেলে আত্মীয় স্বজনদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গোলাপগঞ্জ মডেল একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিরাজ উদ্দিনের পুত্র মনসুর আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০০৭,তারিখ-২৩-০১-২০ইং) করেন।

Manual5 Ad Code

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমান মিজান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত সিরাজ উদ্দিনের লাশের কোন স্থানে কোন আঘাতে চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে মৃত্যুর কারণ।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..