সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৭
ক্রাইম সিলেট ডেস্ক : বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার বেলা ১১টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় বিএনপি নেত্রীর সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামা উবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে যুবদল, ছাত্রদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি প্রধান। সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd