সিলেটের ৪টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৯

সিলেটের ৪টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন ৬টি পল্লী বিদ্যুৎ সমিতি সিলেটের ৪টি উপজেলাসহ মোট ১২টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওয়তায় এসেছে। আজ বুধবার উপজেলাগুলোতে শতভাগ বিদ্যুতায়নের  উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন (গণভবন) থেকে সকাল ১০টায় এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সিলেটের হবিগঞ্জ জেলার লাখাই, শায়েস্তগঞ্জ, আজমিরীগঞ্জ ও বাহুবল উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উপলক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ এ ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন।

Manual8 Ad Code

বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে চলমান রয়েছে।

Manual1 Ad Code

ইতোমধ্যে ২০১৮ সালের নভেম্বর পর্যন্ত ১৮৬টি উপজলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের এই বিদ্যুতায়নের জন্য সিলেটসহ মোট ১২টি উপজেলায় ১০ হাজার ১৪৯কি.মি. লাইন নির্মাণ করে বিভিন্ন শ্রেণির ৪ লাখ ৮৪ হাজার ২৫৭টি সংযোগ প্রদান করা হয়েছে। এতে ব্যয় হয়েছে এক হাজার ১২৫ কোটি ৬৪ লাখ টাকা।

উল্লেখ্য, সিলেটের ৪টি সহ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা, ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী উপজেলা, রাজবাড়ীর গোয়ালন্দ ও কালুখালী উপজেলা, পিরোজপুরের বামনা উপজেলা, এবং জামালপুরের মেলান্দহ ও ইসলামপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করা হয়।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..