সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মে ২৮, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট বিভাগের ১০টি উপজেলার সাথে সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেষলগ্নে এসে জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভোটের মাঠে শেষ মুহুর্তে যে লড়াইয়ে দুই প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে তারা হচ্ছেন চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল ও হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আবুল কাশেম পল্লব।
দেওয়ান আউয়াল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়াতে উপজেলাজুড়ে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী লড়াইয়ে আছেন। পল্লব বর্তমান উপজেলা চেয়ারম্যানসহ বিপুলসংখ্যক কর্মীসমর্থকদের পরিশ্রমে ভোটের মাঠে শেষ পর্যন্ত টিকে রয়েছেন এ নেতা। আউয়াল ও পল্লবের সাথে আলোচনায় রয়েছেন অন্যান্য প্রার্থীরা। তবে সচেতনমহলের মতে শেষ সময়ে সব আলোচনার শীর্ষে থাকবেন এই দুই প্রার্থী।
দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল বলেন, আমি উপজেলাবাসীর খাদেম হতে চাই। আমি নির্বাচিত হলে মুরব্বিদের প্রাপ্য সম্মান সহ সব ধরনের সুযোগ সুবিধা দেয়াসহ শ্রেণীর বৈষম্যের ঊর্ধ্বে সবধরনের নাগরিক সেবা নিশ্চিতে কাজ করবো।
আবুল কাশেম পল্লব বলেন, আমি উপজেলা পরিষদের দায়িত্বে থাকাকালীন সময়ে বিয়ানীবাজারে সকল শ্রেণী পেশার মানুষের জন্য আমার দরজা খোলা ছিলো। আমার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে আল্লাহ সহায় থাকলে সকলের দোয়ায় নির্বাচিত হবো।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল (মোটরসাইকেল প্রতীক), আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার প্রতীক), আতাউর রহমান খান (টেলিফোন প্রতীক), মোহাম্মদ জাকির হোসেন (কৈ মাছ প্রতীক), জামাল হোসেন (আনারস প্রতীক), আব্দুল বারী (দোয়াত কলম), গৌছ উদ্দিন (শালিক পাখি), জহির উদ্দিন (ঘোড়া), জাকির হোসেন সুমন (কাপ পিরিছ) নিয়ে নির্বাচন করবেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd