সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, মে ৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের শাহপরাণ (রহ) থানাধীন সাদিপুর এলাকায় এসএমপির ডিবি পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়ীকে আটক করা হয়।
গত শুক্রবার দিবাগত ২ঘটিকার সময় মহানগর এসএমপির ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহ) থানাধীন সাদিপুরস্থ নাদিয়া লাইব্রেরী এন্ড গ্রাফিক্স কেয়ার নামক দোকানে ৩য় তলার পরিত্যাক্ত রুমে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন শাহপরাণ (রহ) থানাধীন সাদিপুর এলাকার বাসিন্দা শহীদ বেদু রাম দাসের ছেলে রঞ্জিত দাস (৫২), একই এলাকার আব্দুল খালিকের ছেলে লায়েক আহমদ (৬০), সোনারপাড়া বাসিন্দা আব্দুল বারিকের ছেলে মিঠু মিয়া (৪০), সোনারপাড়ার নবারুণ এলাকার বাসিন্দা আনু মিয়ার ছেলে মো: বাচ্চু মিয়া (৪৫), বিএডিসি আলবারাকার বাসিন্দা নুরু মিয়ার ছেলে আলাল আজমদ (৪৬), -গোপালটিলার ২ নং রোডের বাসিন্দা চান মিয়ার ছেলে জাহাঙ্গীর (৫৪)।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ আটককৃতদের এসএমপি শাহপরাণ(রহঃ) থানায় নন এফআইআর প্রসিকিউশন রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫, পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd