মৌলভীবাজারে.ছেলেদের বিরুদ্ধে মাকে মারধরের অভিযোগ

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৩

মৌলভীবাজারে.ছেলেদের বিরুদ্ধে মাকে মারধরের অভিযোগ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৬নং টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ উঠেছে পাষণ্ড দুই সৎ ছেলেদের বিরুদ্ধে। বৃদ্ধা রুশিয়া বেগমকে গত ১০ জুলাই টনু মিয়া (৪৫) ও শহীদ মিয়া (৩৫) তাদের সৎ মাকে মারধর করে। এতে গুরুতর আহত হন বৃদ্ধা রুশিয়া বেগমক। আহত অবস্থায় উদ্ধার করিয়া রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান প্রতিবেশীরা।

Manual5 Ad Code

এ ঘটনায় সৎ মা বৃদ্ধা রুশিয়া বেগম রাজনগর থানায় বাদি হয়ে টনু মিয়া (৪৫) ও শহীদ মিয়া (৩৫) সৎ ছেলে একটি অভিযোগ দায়ের করেন।

Manual5 Ad Code

অভিযোগে সূত্রে জানা গেছে,  সৎ ছেলে টনু মিয়া (৪৫) ও শহীদ মিয়া (৩৫) বৃদ্ধা রুশিয়া বেগমের পাশাপাশি বাসিন্দা হওয়ায় দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়া বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিষয় নিয়া পূর্বে একাধিকার বিচার শালিসও হয়েছে। তারই ধারাবাহিকতায় গত ১০ জুলাই সকালে রুশিয়া বেগমের বসত ঘরের বারান্দায় টিউবওয়েল স্থাপন করতে স্থাপনের চেষ্টা করেন সৎ ছেলেরা।

পরে রুশিয়া বেগম তাদেরকে বাধা প্রদান করিলে বিবাদীদ্বয় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তিনি তাদেরকে গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদ্বীয় উত্তেজিত হইয়া তাদের হাতে থাকা হাতুড়ী, খুনতি দিয়া এলোপাতাড়ী বাইরাইয়া রুশিয়া বেগমের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। পরবর্তীতে আমার হাল্লা চিৎকারে প্রতিবেশী আগাইয়া আসিয়া বিবাদীদ্বয়কে বাধা প্রদান করিলে বিবাদীদ্বয় ঘটনাস্থল ত্যাগ করে। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট আশু হস্থক্ষেপ কামনা করেন।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..