সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের দুই যুবকের সমকামের আনুষ্ঠানিক কর্মকাণ্ড ঘিরে কোম্পানিগঞ্জ ও সুনামগঞ্জের ছাতকের তোলপাড় সৃষ্টি হয়েছে। এ কর্মকান্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা, সমালোচনা এবং নিন্দার ঝড় উঠছে। ওই দুই যুবকের বিয়ের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপলোড করলে এ তোলপাড় সৃষ্টি হয়
জানা গেছে, গত ০১ মার্চ ছাতকের নিজগাঁও গ্রামের শামসুদ্দিনের ছেলে হাবিবুর রহমান (২৭) ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিষকাটালি গ্রামের বাচ্চু ব্যাপারীর ছেলে জিসান আহমেদ ঝোটন (৩২) ঢাকার একটি অভিজাত হোটেলে পরস্পরকে বিয়ে করে। জিসান আহমকদ ঝোটন বছর তিনেক আগে তার এক ভগ্নিপতির সূত্র ধরে এসে কোম্পানীগঞ্জের নিজগাঁওয়ে বসবাস শুরু করে।
রোববার হাবিবুর রহমান তার ফেসবুক আইডিতে বিয়ের অনুষ্ঠানের ছবি ও ভিডিও আপলোড করলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে এলাকায় বেশ আলোচনার জন্ম দেয়। ওইদিন দুপুরে হাবিব তার ফেসবুক আইডি থেকে কয়েকটা ছবি ও ভিডিও আপলোড করে তাতে লেখেন, ‘আমার বিয়ের অনুষ্ঠানের ছবি ও ভিডিও।’
হাবিবের ফেসবুক আইডি থেকে আপলোড করা ছবি দেখে আপাতদৃষ্টিতে বুঝা কঠিন যে একটা ছেলে-ঘেঁষা ছেলে কনে সেজেছে। তবে বড় করে দেখার পর স্পষ্ট হয় আসল কাহিনী। আর ভিডিওতে দেখা যায় আয়োজন ছিল জাঁকজমকপূর্ণ। আশপাশ ঘিরে রয়েছে আরও বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষ। দুজনই এখন ঢাকায় অবস্থান করছে।
যদিও লোকজনের ঠাট্টা ও নিন্দায় ঘাবড়ে গিয়ে দুজনই এখন সুর পাল্টানোর চেষ্টা করছে। হাবিবের ভাই জুয়েল আহমদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বিব্রত হন এবং বলেন, ‘এক পুরুষ আবার আরেক পুরুষকে বিয়ে করে কীভাবে? শুনেছি তারা মজা করার জন্য এমনিই সেজেছিল।’
মঙ্গলবার (০২ মার্চ) রাতে কথা হয় হাবিবের সঙ্গে। সে দাবি করে, তারা একটা ছবির শুটিং করছে।
উল্লেখ্য, বিশ্বের বেশ কিছু উন্নত দেশের সর্বোচ্চ আদালত সমকামের আনুষ্ঠানিক রূপের স্বীকৃতি দিলেও বাঙলাদেশে তা নিষিদ্ধ। দণ্ডবিধি ১৮৬০ এর ৩৭৭ ধারা অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd