সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : চিকিৎসক স্বামী আইসোলেশনে থাকায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
বুধবার বিকাল থেকে উপজেলাস্থ সরকারি বাসভবনে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন। উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা হোম কোয়ারেন্টিনে গেলেও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে উপজেলায় করোনাভাইরাস সংক্রামক প্রতিরোধে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু জাফর মো. ছলিম।
জানা গেছে, গত মঙ্গলবার কক্সবাজার সদর হাসপাতালে একজন বয়স্ক নারীর করোনাভাইরাস শনাক্ত হয়। পরীক্ষার আগে আক্রান্ত ওই নারীর চিকিৎসা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচির স্বামী ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মো. ইউনুছ।
চিকিৎসাধীন নারী করোনাভাইরাস আক্রান্ত নিশ্চিত হওয়ার পর ডা. ইউনুছও কক্সবাজারে আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন।
স্বাভাবিকভাবে স্বামী-স্ত্রী উভয়ে কক্সবাজার ও নাইক্ষ্যংছড়িতে আসা-যাওয়ায় ছিলেন। ফলে ইউএনও সতর্কতামূলক স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে গেছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd