ছেলের জন্য সিলেটের রাস্তায় ঘুরে ঘুরে বাবা-মায়ের কান্না

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

ছেলের জন্য সিলেটের রাস্তায় ঘুরে ঘুরে বাবা-মায়ের কান্না

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : মায়ের দুই হাতে ছেলের দুটি ছবি। আর বাবার হাতে লিফলেট। লিফলেটে ছেলে নিখোঁজের সংবাদ। ছেলের নাম সাইফুল ইসলাম মুসা। ১২ বছরের এই ছেলেটি গত ৬ মার্চ ছাতক থেকে হারিয়ে গেছে।

Manual3 Ad Code

ছেলে নিখোঁজের পর থেকেই পাগলপ্রায় বাবা-মা। ছেলের সন্ধানে সড়কে সড়কে ঘুরে কান্না করে বেড়াচ্ছেন তারা। সড়কে যাকে পাচ্ছেন তার কাছেই ছেলের সন্ধান কামনায় অনুনয় করছেন।

Manual7 Ad Code

বৃহস্পতিবার বিকেলের সিলেটের শাহজালাল (র.) মাজার এলাকায় দেখা মিলে আনছার আলী ও শিপা বেগম নামের সন্তান হারানো এই দম্পত্তির। মাজার এলাকায় যারাই আসছেন তাদের হাতে-পায়ে ধরে কান্না জুড়ে দিচ্ছেন তারা। কান্না করে ছেলের সন্ধান কামনা করছেন।

আনছার আলী ও শিপা বেগমের ছেলে মুসা গত ৬ মার্চ বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ছাতক উপজেলার তাজুপরের ইসলামী ইনস্টিটিউটে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। সে ওই প্রতিষ্ঠানের হিফজ শ্রেণীর শিক্ষার্থী। তাদের বাড়ি ছাতকের গোবিন্দনগর এলাকায়। ছেলে নিখোঁজের পর ছাতক থানায় সাধারণ ডায়রি করেছেন আনছার আলী। তবু এক সপ্তাহ পেরিয়ে গেলেও ছেলের সন্ধান পাননি।

Manual1 Ad Code

আনসার আলী বলেন, মুসা ইসলামী ইনস্টিটিউটের আবাসিক শিক্ষার্থী। গত বৃহস্পতিবার একটি কাজে তাকে বাড়ি নিয়ে এসেছিলাম। তারপর শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার খোঁজ নেই। ইসলামী ইনস্টিটিউটেও যায়নি। অনেক জায়গায় তার খোঁজ করেছি। কিন্তু কোথাও পাইনি।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, মাদ্রাসা ছাত্র মুসা নিখোঁজের অভিযোগে থানায় একটি ডায়রি করা হয়েছে। পুলিশ তার খোঁজ করছে।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..