দুদকের সহকারী পরিচালককে হাইকোর্টে তলব

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

দুদকের সহকারী পরিচালককে হাইকোর্টে তলব

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : তদন্ত প্রতিবেদন দাখিলের সময় এজাহারভুক্ত দুই আসামিকে অব্যাহতি দেয়ায় দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল হককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৯ ফেব্রুয়ারি সশরীরে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ওমর ফারুক। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

Manual1 Ad Code

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধসহ বিভিন্ন সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির অভিযোগে ২০১১ সালের ১৬ নভেম্বর দুদক রাজধানীর শাহবাগ থানায় ১০টি মামলা করে। ৬ কোটি ৬৭ লাখ ২৬ হাজার ৩২৭ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এসব মামলায়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদেরসহ ৮ জনকে আসামি করা হয় মামলায়।

Manual1 Ad Code

মামলার অপর আসামিরা হলেন- ঢামেক হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. মো. ফজলুল্লাহ, সিনিয়র লেকচারার ডা. মশিউর রহমান, উপ-পরিচালক ডা. কাজী এনামুল কবির, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. আতিয়ার রহমান, সমাজসেবা অফিসার সাঈদা আখতার, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ডা. শতীনাথ বসাক ও মেসাস জাকিয়া এন্টারপ্রাইজের মালিক জাকিয়া সুলতানা।

Manual2 Ad Code

একটি মামলার আসামি ডা. মশিউর রহমানের অব্যাহতির আদেশের বিরুদ্ধে দুদকের রিভিশন আবেদনের রুল শুনানির সময় দেখা যায়, মামলার টেন্ডার কমিটিতে থাকা গণপূর্তের সতীনাথ বসাক ও ঢাকা মেডিকেলে কর্মরত সাঈদা আক্তারকে তদন্তকারী কর্মকর্তা অব্যাহতি দিয়ে চার্জশিট দাখিল করেন। এ ছাড়া তদন্তের সময় হিসাব রক্ষণের নজরুল ইসলাম নামে দুজনকে আসামি করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..