মা কোম্পানীর এমডি আলী হোসেন সরকারের দু:খ প্রকাশ

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

মা কোম্পানীর এমডি আলী হোসেন সরকারের দু:খ প্রকাশ

Manual6 Ad Code

সিলেট মেট্রপলিটন এলাকার শাহপরাণ থানাধীন বেসিক শিল্পনগরী খাদিমগরে এস-৯ প্লটে মা কোম্পানীর পণ্য উৎপাদনের নিজস্ব কারখানা রয়েছে। যেখানে মা কোম্পানীর চা-পাতা , হলুদ গুড়া, মরিচ গুড়া, ধনিয়া গুড়া, আটা, ময়দা, জর্দ্দা সহ ২৭টি পণ্য আইটেম উৎপাদন হয়। মা কোম্পানীর নামে আলী হোসেন সরকার সুনামের সহিত দীর্ঘদিন যাবত সিলেটে ব্যবসা করে আসছেন। কিন্তু ইদানিং একটি কুচক্রি মহল উনার পেছনে উঠেপড়ে লেগেছে। ব্যবসা করতে গিয়ে তার কাছে অনেক অসৎ ব্যক্তিদের অবৈধ দাবি-দাওয়া প্রকাশ করেন। এইসব পুরণ না করার কারণে বিভিন্ন সময় উনাকে বিভিন্ন ধরনের বিপদে ফেলার ষড়যন্ত্র কতিপয় অসাধু ব্যক্তি। ওদের মূল উদ্যেশ্য হলো- উনি সিলেটের স্থানীয় না হয়েও সিলেটে যে সুনামের সহিত ব্যবসা করে আসছেন এতে হিংসুক মহলের সহ্য হচ্ছে না। তাই স্থানীয় অসাধু অনেকেই উনার কাছে অবৈধ দাবি দাওয়া পেশ করে।

উনার মালিকানা- ধীন মা কোম্পানীর যাবতীয় লাইসেন্স এবং কাগজপত্র আছে। আলী হোসেন সরকার মা কোম্পানীর আয়ের উপর যাবতীয় ভ্যাট-টেক্সও নিয়মিত প্রদান করে থাকেন। ভ্যাট লাইসেন্স এর রেজি নং- ০০০৮৭০৩৮৮। এই নাম্বারে বাংলাদেশ ব্যাংকের সিলেট তালতলা শাখায় নির্দিষ্ট পরিমাণের ভ্যাট নিয়মিত পরিশোধ করে থাকেন। নিয়মিত ব্যক্তিগত আয়করও আদায় করেন আলী হোসেন সরকার। তার ব্যক্তিগত আয়করের নাম্বার হচ্ছে- ১৬২৮৮৬৭২৮৯০।

Manual5 Ad Code

আলী হোসেন সরকার সিলেট চেম্বার অব কমার্সের একজন সম্মানিত মেম্বারও । উনার মেম্মারশিপ নাম্বার হচ্ছে- এ-২৩৯১ । এছাড়াও আলী হোসেন সরকারের মালিকানাধিন মা কোম্পানীর বিএসটিআই কর্তৃক লাইসেন্সও রয়েছে। লাইসেন্স নং- এস-১০৩৩ /জি- ০৬/২০১৮, এস-১০৯৭ /জি- ০৬/১৮, এস-১০৩২ /জি- ০৬/১৮। তাছাড়াও আমদানি-রপ্তানি লাইসেন্সও রয়েছে আলী হোসেন সরকারের। যার নং- ১১১৩১৫। রয়েছে সিভিল সার্জন স্বাক্ষরিত লাইসেন্স। যারা নং- ৪৩৭। বাংলাদেশ শিল্পমন্ত্রণালয় কর্র্তৃক লাইসেন্সও রয়েছে মা কোম্পানীর নামে। যার নং- ২২৪০৬৭। ইতোমধ্যে আলী হোসেন সরকার ‘মাদার তেরেসা’ পদকও পেয়েছেন। এছাড়াও গুড়া মসলা সহ বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রণালয় কর্র্তৃক মা কোম্পানীর প্রাপ্ত আরও লাইন্সেগুলোর নাম্বার হচ্ছে- ১৭৮৯৩৮, ১৭৮৯৩৫, ১৯৩৯১১, ১৯৩৯১৩, ১৯৩৯১২, ১৯৩৯১০। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..