ইউনাইটেড কুলাউড়া এসোসিয়েশন ফ্রান্সের আত্মপ্রকাশ

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৯

ইউনাইটেড কুলাউড়া এসোসিয়েশন ফ্রান্সের আত্মপ্রকাশ

Manual8 Ad Code

এসো হাতে হাত রেখে সুন্দর কুলাউড়া গড়ি স্লোগান নিয়ে ফ্রান্সে  বসবাসরত কুলাউড়ার প্রবাসীদের সমন্বয়ে গঠিত হলো  ইউনাইটেড কুলাউড়া এসোসিয়েশন ফ্রান্স । আর্ত-সামাজিক উন্নয়ন,  সাহিত্য সাংস্কৃতিক এবং শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার অঙ্গিকার নিয়ে রবিবার প্যারিসের এক অভিজাত হোটেলে আনুষ্ঠানিক ভাবে সংগঠনের যাত্রা শুরু হয়।

Manual8 Ad Code

সংগঠনের কার্যকরী কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সবার সম্মতিক্রমে সাইফুল ইসলাম কে সভাপতি ,  নায়িমুল ইসলাম চৌধুরী (শাকিল) কে সাধারণ সম্পাদক,   জুয়েল আহমুদ,কে সাংগঠনিক সম্পাদক ,  ফুয়াদ হাসানকে  কোষাধ্যক্ষ ও  প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করা হয় মো: আজাদুল ইসলাম কে।

কমিটি গঠনের পূর্বে সংগঠনের স্থায়ী কমিটির সদস্য জাকের আহমদের সভাপতিত্বে ও স্থায়ী কমিটির সদস্য কামাল হোসাইনের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ওভারবিলা মসজিদের সহসভাপতি  সালেহ আহমদ চৌধুরী, ই পি বি  কেন্দ্রীয় সহসভাপতি  মোঃ আশরাফুল ইসলাম, ইউরো ভিশন পত্রিকার সম্পাদক  আব্দুল মান্নান আজাদ, ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির , ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি  এনায়েত সোহেল, এমিরেটস্ এয়ারলাইন্স লাউঞ্ছ  ব্যবস্থাপক ও স্থায়ী কমিটির সদস্য এম এ জুয়েল, বাংলা অটো স্কুলের পরিচালক  ছালাম হোসাইন প্রমুখ।

Manual4 Ad Code

বক্তারা নবগঠিত এ কমিটির লক্ষ্য বাস্তবায়নে  উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন।

Manual6 Ad Code

এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লুৎফুর রহমান, স্থায়ী কমিটির সদস্য চৌধুরী লিমন,  জাকির হোসেন বেলাল,  আব্দুল মোমিত রোমেল,  ফুহাদ হাসান,  আব্দুস ছামাদ, সাইফুল ইসলাম প্রমুখ।

Manual7 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলেওয়াত করেন  একে এম খায়রুল ইসলাম। পরে ইউনাইটেড কুলাউড়া এসোসিয়েশন ফ্রান্স এর লক্ষ্য উদ্দেশ্যে তুলে ধরেন নায়িমুল ইসলাম চৌধুরী (শাকিল)। শিগগিরই ইউনাইটেড কুলাউড়া এসোসিয়েশন ফ্রান্স’র পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..