ডেঙ্গুজ্বরে পুলিশ সদস্যের স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৯

ডেঙ্গুজ্বরে পুলিশ সদস্যের স্ত্রীর মৃত্যু

Manual3 Ad Code

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রুপা আক্তার জনি (২৫) নামে পুলিশের এক সদস্যের স্ত্রী মারা গেছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর শ্যামলীতে ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান।

নিহতের স্বামী দুলাল হোসেন রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত রয়েছেন। স্ত্রী জনি ও ২ বছরের ১ ছেলে সন্তানকে নিয়ে খিলাগাঁওয়ের বাসাবো কাঠেরপুল রশিদ পাঠানের বাড়িতে ভাড়া থাকতেন।

দুলাল হোসেন জানান,কয়েকদিন ধরে জ্বর থাকায় ২৩ জুলাই জনিকে পরীক্ষা করা হয়। এতে সে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে বলে জানা যায়।

Manual7 Ad Code

তিনি জানান,গত ২৪ জুলাই (বুধবার) রুপা আক্তার জনি রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। সেখানে ৪ দিন ভর্তি থাকার পর অবস্থা খারাপ হলে ঢাকা মেডিকেল কলেজ অথবা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতলের আইসিইউতে ভর্তির পরামর্শ দেয়া হয়।

Manual4 Ad Code

দুলাল হোসেন বলেন, ওই দুই হাসপাতালে আইসিইউ খালি না থাকায় তিনি ৩ দিন ইডেন মাল্টিকেয়ার হসপিটালের আইসিইউতে ভর্তি করা হয়।

Manual4 Ad Code

এরপর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করার ৫ মিনিট পর রুপা আক্তার জনি মারা যান বলে জানান তিনি।

নিহত জনির বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানায়। ২০১৩ সালের জুলাই মাসে পুলিশ সদস্য দুলাল হোসেনের সঙ্গে তার বিয়ে হয়।

Manual8 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..