এবার কুলাউড়ায় কালনী ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৯

এবার কুলাউড়ায় কালনী ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক

Manual3 Ad Code

আবার কুলাউড়ায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার (২০ জুলাই) সকাল ৭টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া জংশন এলাকায় প্রবেশ সময় ৯টা ২০ মিনিটের দিকে লাইনচ্যুত হয়। গতকাল শুক্রবার একই স্থানে আন্তনগর জয়ন্তিকা ট্রেনে দুটি চাকা লাইনচ্যুত হয়।

একদিনের ব্যবধানে একইস্থানে দুইবার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেন যাত্রী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রেললাইনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

Manual5 Ad Code

যাত্রীরা বলছেন, সিলেট-আখাউড়া রেলপথ কেন এত ঝুঁকিপূর্ণ, রেল বিভাগের অবহেলা ও চরম গাফিলতির কারণেই বার বার ট্রেন লাইনচ্যুত হচ্ছে।

Manual7 Ad Code

কুলাউড়া স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন জানান, ‘কালনী ট্রেনের চাকা হঠাৎ করে লাইনচ্যুত হয়। চাকাটি লাইনে তোলা হয়েছে। কেন যে বারবার লাইনচ্যুত হয়েছে তা একমাত্র প্রকৌশল বিভাগের কর্মকর্তারাই বলতে পারবেন। গতকাল রাত ১২টা পর্যন্ত রেলের প্রকৌশল বিভাগের লোকেরা ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত কাজ করেছেন।’

Manual6 Ad Code

রেলের উপসহকারী প্রকৌশলী সিলেট (পথ) মো. আশরাফুল আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। কী কারণে বার বার ট্রেন লাইনচ্যুত হচ্ছে তা খতিয়ে দেখা হবেভ’

উল্লেখ্য, ১৯ জুলাই শুক্রবার দুপুরে কুলাউড়া রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে ঢাকাগামী জয়ন্তিকা ট্রেন লাইনচ্যুত হয়। তবে পড়ে চাকা লাইনে তুলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..