শায়খে শিহাব উদ্দিন চতুলী আর নেই

প্রকাশিত: ৩:৩৬ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৯

শায়খে শিহাব উদ্দিন চতুলী আর নেই

Manual3 Ad Code

সিলেটের জৈন্তীয়াবাসীর কৃতিয়মান মহাপুরুষ, হাজার উলামায়েকরামের ওস্তাদ ও উলামা শায়খুল মাশাঈখ, ইমামে মাদানী আল্লামা আব্দুল করীম শায়খে কৌড়িয়া (রহ.) এর সুযোগ্য খলীফা আলীমকুলের শিরমনি শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দিন শায়খে চতুলী (রহ.) আজ শনিবার (১ জুন) ২৫ রামযান রাত ২.১৫ মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন।

Manual7 Ad Code

মরহুমের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের পর্বতপুর নয়াফৌদ গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি দীর্ঘদিন থেকে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন বলে জানা যায়।

Manual5 Ad Code

শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দিন রহ:প্রায় ৫০ বছর রেঙ্গা মাদ্রাসার দায়িত্বে ছিলেন।

তিনি আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ-এর দীর্ঘদিনের পরীক্ষা নিয়ন্ত্রক, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার ৫০ বছরের স্বনামধন্য শায়খুল হাদীস।

Manual4 Ad Code

জানাযার সময় পরবর্তীতে জানানো হবে বলে মরহুমের ঘনিষ্ট সুত্র জানান।

 

Manual1 Ad Code

বিস্তারিত আসছে—–

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..