সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখায় অপহরণের ১৪ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী লিপা রানী দাসের। এতে স্কুলছাত্রীর বাবা-মাসহ স্বজনরা চরম উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছেন।
গত ১৯ এপ্রিল অপহৃতা স্কুলছাত্রীর মা রীনা দাস মূল অপহরণকারী ও সহযোগীদের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেছেন। স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, স্থানীয় এক জনপ্রতিনিধি স্কুলছাত্রী লিপাকে ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে সময় ক্ষেপণের মাধ্যমে অপহরণকারীকে নিরাপদ স্থানে পৌঁছাতে সহায়তা করেছেন।
স্কুলের প্রধান শিক্ষক, সহপাঠী ও মামলা সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ও দাসেরবাজার ইউনিয়নের টুকা গ্রামের মহেন্দ্র দাসের মেয়ে লিপা রানী দাস (১৫)। প্রতিদিন স্কুলে যাওয়া-আসার পথে তাকে উত্যক্ত করতো একই গ্রামের ছইয়ব আলীর বখাটে ছেলে শিমুল আহমদ (১৯)। রাস্তায় একা পেলেই সে স্কুলছাত্রীর শ্লিলতাহানীর চেষ্টা চালাতো। স্কুলছাত্রী লিপা রানী দাস বিষয়টি বাবা-মাকে জানালে তারা এলাকায় বিচারপ্রার্থী হন। এতে ক্ষীপ্ত হয়ে বখাটে শিমুল লিপাকে অপহরণের হুমকি দেয়। গত ২৩ মার্চ কয়েকজন সহযোগী নিয়ে সে স্কুলের সামনে থেকে লিপাকে অপহরণের চেষ্টা চালায়। পথচারীরা এগিয়ে আসায় সে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে লিপা ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। গত ১২ এপ্রিল রাত আনুমানিক দশটার দিকে লিপা রানী দাস প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা বখাটে শিমুল আহমদ কতেক সহযোগী নিয়ে জোরপূর্বক তাকে অপহরণ করে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার এসআই সুব্রত কুমার দাস বৃহস্পতিবার রাতে বলেন, স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারিকে গ্রেফতারের জন্য তিনি বিভিন্নস্থানে অভিযান চালিয়েছেন। অভিযান এখনও চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd