সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : দক্ষিণ সুরমা থানাধীন সিলেট রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. লুৎফর রহমান। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার মো আব্দুল গফুর মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দক্ষিণ সুরমা থানাধীন সিলেট রেলওয়ে ষ্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো.মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও আসামি গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে দক্ষিণ সুরমা থানাধীন সিলেট রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd