সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারিতে গাড়িতে পাথর ভর্তি করতে গিয়ে এক পাথর শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, রোববার দুপুরে গর্ত মালিক রাজন ও আব্দুল মালিকের পাথরের গর্ত থেকে পাথর উত্তোলন করছেন শ্রমিকরা। দুপুরে গাড়িতে পাথর ভর্তি করার সময় গাড়ির চাপায় গুরুতর আহত হয়েছেন ইসলামাবাদ গ্রামের আব্দুল করিম নামের ওই পাথর শ্রমিক।
পরে তাকে অন্যান্য শ্রমিকরা কোয়ারী থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত ডাক্তার দীর্ঘ চিকিৎসার পর কোন ধরনের উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় প্রেরনের নির্দেশ দেন।
এরপর ওই অসহায় শ্রমিককে ঢাকা পঙ্গু হাসপালে নিয়ে যাওয়া হলে সেখান থেকেও অন্যত্র পাঠনো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকার একটি হাসপাতালে এই অসহায় শ্রমিক মৃত্যুর যন্ত্রণায় চিৎকার করছে।
কিন্তু প্রভাবশালী গর্ত মালিক রাজন ও আব্দুল মালিক তারা গাড়ির ড্রাইভারের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। শ্রমিকের পরিবারের পক্ষে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd