সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯
স্টাফ রিপোর্টার :: ১৬ এপ্রিল থেকে ২৩ এপ্রিল জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে র্যালীটি শুরু হয়ে আশপাশের সড়কগুলো প্রদক্ষিন করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালীতে নেতৃত্ব দেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুসুর রহমান ও কলেজের অধ্যক্ষ ডা. মো. ময়নুল হক।
এসময় ডা. ইউনুসুর রহমান বলেন- বর্তমান সরকারের আমলে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক উন্নতি সাধন হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও সেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
র্যালীতে উপস্থিত ছিলেন, ডা.আবুল কালাম আজাদ সহকারী পরিচালক(প্রশাসন) ওসমানী হাসপাতাল, ডা. মোঃ সামছুল ইসলাম সহকারী অধ্যাপক ফরেন্সিক বিভাগ, ডা. আবু নাইম মোহাম্মদ আর পি (মেডিসিন), ডা. অরুন কুমার বৈঞ¦ব আর এস জেনারেল, ডা. শাহরিয়র খলিল চৌধুরী আরএস চক্ষু, ডা. কৃক্ষ কান্ত ভৌমিক আরএস ইএনটি, ডা. শ্যামল চন্দ্র বর্মণ আরএস অর্থেঃ, ডা. এস এস আসাদুজ্জামান জুয়েল আর এস নিউরো সার্জারী, ডা. সৈয়দ মোর্তাজা আলী আরপি শিশু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিউলী আক্তার সেবা তত্ত¡াবধায়ক, ঞ্জনুয়ারা আক্তার উপ-সেবা তত্ত¡াবধায়ক, শামীমা নাসরীন সভাপতি বিএনএ, ইসরাইল আলী সাদেক সাধারণ সম্পাদক বিএনএ, সাইফুল মালেক খান, ভারপ্রাপ্ত প্রশাসনিক অফিসার, মোঃ রুহুল আমিন পিএ টু পরিচালক, আবুল কাশেম হেড বøক ক্লার্ক, পরিমল বর্ণিক নার্সিং সুপারভাইজার, ওয়ার্ড মাস্টার রওশন হাবীব, জীবন রায় দ্ধীপ, মোঃ সোহেল রানা, নার্সিং অফিসার কিবরিয়া, অরবিন্ধু, সোলেমান আহমদ, কুমারী রুবি, কনক লতা, ভ্রান্তিবালা দেবী, নাজির আহমদ, তাইবুনা, শান্ত, শাওন দেবনাথ, মোঃ শহীদ উল্লাহ, মোঃ দেলোয়ার, বিজয়া দেবী, শিউলী সূত্রধর, মমতাজ বেগম, আনঞ্জুমান আরা বেগম, যুথিকা রানী, মাহবুব ইসলাম, প্রেম লাল, নজরুল ইসলাম, সামছিয়া বেগম, আয়েশা আক্তার, রিফাত, নিজাম উদ্দিন আহমেদ সভাপতি ৩য় শ্রেণিঃ , আবুল খায়ের চৌধুরী সাধারণ সম্পাদক ৩য় শ্রেণিঃ, আব্দুল জব্বার সভাপতি ৪র্থ শ্রেণি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd