সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাট থেকে চার জন ডাকাত আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই রাজিবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স জাফলং রাধা নগর রাস্তার পাশ্ববর্তী জাফলং চা বাগান থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি দা, লোহার রড ও টর্চ লাইট উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হচ্ছে, পূর্ব জাফলংয়ের নয়াবস্তি গ্রামের আব্দুস শহীদের ছেলে খোকন মিয়া (৩৩) এবং একই এলাকার তার সহযোগী আখতার , মামুন ও শাহনুর।
স্থানীয় সূত্র জানায়, এই চারজন এলাকার চুরি-ডাকাতিসহ বিভিন্ন দাঙ্গার সাথে জড়িত। পয়লা বৈশাখে কোনো হামলা করার পরিকল্পনা তাদের থাকতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।
পুলিশের এসআই রাজিব জানান, ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। তাদেরকে থানা হাজতে বন্দি করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি তদন্ত হিল্লোল রায় জানান, চারজন ডাকাতকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে খোকনের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা আছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজুর পর কোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd