সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:40 PM, April 14, 2019
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের জকিগঞ্জে শ্রমিকলীগের এক নেতাকে বেধড়ক পিটিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আহতাবস্থায় ওই নেতা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
শনিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
আহত নাজিম আহমদ (৪৫) জকিগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সহ সাংগঠনিক সম্পাদক এবং মানিকপুর ইউনিয়নের তোপখানা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
নাজিম আহমদ জানান, শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওসি সৈয়দ হাবিবুর রহমানের গাড়িকে পেছন থেকে একটি টমটম ধাক্কা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নামেন ওসি। কিন্তু এর আগেই টমটম চালক পালিয়ে যায়।
গাড়ি থেকে নেমে টমটম চালককে না পেয়ে ওসি রাস্তার পাশে দাঁড়ানো পিকআপ ভ্যানের চালক শ্রমিক লীগ নেতা নাজিম আহমদকে বেধড়ক পেটাতে থাকেন। এতে নাজিম আহমদের বাম হাত ও হাতের আঙুল ফেটে যায়।
আহতাবস্থায় নাজিম আহমদ শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা নিয়ে রবিবার তিনি হাসপাতাল ছেড়েছেন।
এ ঘটনায় আগামীকাল সোমবার তিনি পরিব পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন নাজিম আহমদ।
এ ব্যাপারে ওসি হাবিবুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পহেলা বৈশাখের একটি অনুষ্ঠানে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
………………………..
Design and developed by best-bd