| logo

৭ই বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০১৯ ইং

শ্রমিকলীগ নেতাকে বেধড়ক পেটালেন জকিগঞ্জ থানার ওসি

প্রকাশিত : এপ্রিল ১৪, ২০১৯, ২০:৪০

শ্রমিকলীগ নেতাকে বেধড়ক পেটালেন জকিগঞ্জ থানার ওসি

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের জকিগঞ্জে শ্রমিকলীগের এক নেতাকে বেধড়ক পিটিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আহতাবস্থায় ওই নেতা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

শনিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

আহত নাজিম আহমদ (৪৫) জকিগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সহ সাংগঠনিক সম্পাদক এবং মানিকপুর ইউনিয়নের তোপখানা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

নাজিম আহমদ জানান, শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওসি সৈয়দ হাবিবুর রহমানের গাড়িকে পেছন থেকে একটি টমটম ধাক্কা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নামেন ওসি। কিন্তু এর আগেই টমটম চালক পালিয়ে যায়।

গাড়ি থেকে নেমে টমটম চালককে না পেয়ে ওসি রাস্তার পাশে দাঁড়ানো পিকআপ ভ্যানের চালক শ্রমিক লীগ নেতা নাজিম আহমদকে বেধড়ক পেটাতে থাকেন। এতে নাজিম আহমদের বাম হাত ও হাতের আঙুল ফেটে যায়।

আহতাবস্থায় নাজিম আহমদ শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা নিয়ে রবিবার তিনি হাসপাতাল ছেড়েছেন।

এ ঘটনায় আগামীকাল সোমবার তিনি পরিব পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন নাজিম আহমদ।

এ ব্যাপারে ওসি হাবিবুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পহেলা বৈশাখের একটি অনুষ্ঠানে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।সংবাদটি 6611 বার পঠিত.
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
 • 2.8K
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  2.8K
  Shares
 • 2.8K
  Shares
Contact Us

crimesylhet.com

Address: অফিস : সুরমা মার্কেট তৃতীয় তলা বন্দরবাজার সিলেট।

Tel : +অফিস -০১৭১১-৭০৭২৩২
Mail : crimesylhet2017@gmail.com

Follow Us

Site Map
Show site map

ক্রাইম সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েভ সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।