সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব সরকারের উপর হামলার ঘটনায় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তাকিম আহমেদ মোস্তাককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
জালালাবাদ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) চন্দ্র শেখর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দায়ের করা মামলার আসামি হিসেবে মোস্তাককে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, ২৩ মার্চ পূর্ব বিরোধের জেরে শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক শাখাওয়াত হোসেনের অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে রামদা, জিআই পাইপ ও ইট দিয়ে রাজীবের হামলা চালায়।
এ ঘটনায় ২৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বাদী হয়ে শাখাওয়াত হোসেনের অনুসারী ৮ কর্মী ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা (মামলা নম্বর-৩০) দায়ের করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd