সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯
আল আমিন মুন্সী :: নরসিংদী জেলার পলাশ উপজেলায়। রবিবার রাত ১১ টার দিকে ঘোড়াশালের টেকপাড়া এলাকা থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী কে আটক করেন পলাশ থানার ঘোড়াশাল ফাঁরির এ এসআই রফিকুল ইসলাম। আটককৃতরা হলেন, ১ চাকু মিলন (৩০) নামে ২ তুহিন মিয়া (২৬) নামে এই দুই মাদক ব্যবসায়ীকে, অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পলাশ থানা পুলিশ। আটককৃত চাকু মিলন হলেন ঘোড়াশাল মিয়া পাড়ার এলাকার ফজলুল হক এর ছেলে।
অপর দিকে আটক আসামী হলেন তুহিন মিয়া ঘোড়াশাল টেকপাড়া এলাকার বজলু মিয়ার ছেলে। এ বিষয় পলাশ থানার ভারপ্রাপ্তকর্মকর্তা ওসি মকবুল হোসেন মোল্লা বলেন, এই দুই আসামীর নামে অনেক মামলা আছে, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতো তার পাশাপাশি ছিনতাই এবং ডাকাতি করতো দুইজন আসামীর মধ্যে একজনের নাম হলো। চাকু মিলন এর নামে ছিনতাই ডাকাতি মাদক সহ ৯ টি মামলা আছে অপর আসামী তুহিন মিয়ার নামে ছিনতাই ডাকাতি মাদক সহ ৮ টি মামলা আছে ।
গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান এর খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাদের কে আটক করি। পরে তাদের কে আদালতে প্রেরণ করি। তাদের নামে মাদক আইনে মামলা করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd