সিলেট ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে বিভিন্ন সিমান্ত দিয়ে প্রতিরাতে বিজিবি’র দৃষ্টি আড়াল করে শত শত গরু চোরাই পথে বাংলাদেশে প্রবেশ করছে। থেমে নেই বিজিবি তারও অভিযান পরিচালনা করে যাচ্ছে।
৭এপ্রিল ভোর সাড়ে ৪টায় জৈন্তাপুর সীমান্তের ১২৯৪ এলাকার ২এস পিলার দিয়ে চেরাকারবারীরা ভারতীয় গরু প্রবেশের সংবাদের ১৯ বিজিবির স্পেশাল টিমের সদস্য ইকবাল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২০টি গরু আটক করে জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পে নিয়ে আসে। তবে পূর্ব থেকে উৎপেতে থাকা চোরাকারবারী দলের সদস্যরা স্পেশাল টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত ২০টি গরু ৭এপ্রিল দুপুর ২টায় নিলামে দেওয়া হবে।
১৯ বিজিবি’র স্পোশাল টিমের সদস্য ইকবাল হোসেন জানান- গরু আটকের বিষয় নিশ্চিত করে বলেন সীমান্তবর্তী এলাকা হওয়ার সুবাধে জৈন্তাপুরের বিভিন্ন পথ দিয়ে গরু বাংলাদেশে প্রবেশ করছে। আমরাও বসে নেই, অভিযান পরিচালনা করছি। তিনি আরও বলেন চোরাকারবার বন্দ করতে ও দেশ রক্ষার সাথে তাদের পাশাপাশি সচেতন এলাকাবাসী বিজিবিকে তথ্য যদি সহযোগিতা আশা ব্যক্ত করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd