সিলেট ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় চারখাই বাজার সংলগ্ন সড়কে একটি বাসের চাপায় আরেকটি বাসের হেলপার নিহত হয়েছেন। সোমবার বিকেলে এ দুর্ঘটনায় নিহত ময়না মিয়া (২৮) একই উপজেলার টিকরপাড়া গ্রামের আব্দুল খলিলের ছেলে।
পুলিশ জানায়, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে চারখাই এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাকা পাংচার হয়ে যায়। তখন বাসটি সড়কের পাশে রেখে চাকা বদল করছিলেন হেলপার ময়না মিয়া। ওই সময় আরেকটি যাত্রাবাহী বাস সড়ক দিয়ে যাওয়ার সময় ময়নাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার শরীর একেবারে থেঁতলে যায়।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর জানান, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস জব্দ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd