সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটে ফেসবুকে গ্রুপ খুলে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। মহানগর পুলিশের মোগলাবাজার রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৯ অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান বলেন, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে ঝন্টুকে আটক করা হয়েছে। এসএসসি পরীক্ষা সামনে রেখে সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের প্রশ্নফাঁসের জন্য একটি গ্রুপ তৈরি করে।
এরইমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে অগ্রিম টাকাও নেয় সে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ভুয়া প্রশ্নপত্র বিতরণের মাধ্যম হিসাবে ব্যবহৃত স্মার্টফোন, সীমকার্ড ও মেমরিকার্ড জব্দ করা হয়।
আটক ঝন্টু মোগলাবাজারের গোপালগ্রামের সন্তোষ আচার্য্যরে ছেলে। উদ্ধারকৃত আলামতসহ তাকে মহানগর পুলিশের মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd