সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা থেকে য় ভূয়া প্রশ্নপত্র বিতরণকারী ও প্রশ্নপত্রের লোভ দেখিয়ে টাকা সংরহকারী চক্রের এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৯।
শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি টিম মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন পূর্ব কদমহাটা বাজারের আব্দুল কাইয়ুম ম্যানশন মার্কেট এর সামনে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহকারী প্রতারক চক্রের এক সদস্যকে আটক করে র্যাব-৯।
আটককৃত প্রতারক হলো মৌলভীবাজার জেলার সদর থানার নিধির মহল গ্রামের প্রদীপ দেবের পুত্র পংকজ দেব (১৮)। এ সময় তার নিকট থেকে ভূয়া প্রশ্ন প্রতারণার কাজে ব্যবহৃত স্মাটফোন, সীমকার্ড ও মেমরীকার্ড জব্দ করা হয়।
র্যাব সুত্রে জানা যায়, অভিযুক্ত পংকজ দেব (১৮) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে বিভিন্ন নামে ভূয়া আইডি খুলে ২০১৯ সালের চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহকারী একটি ফেইসবুক গ্রুপ তৈরী করে। এই উক্ত গ্রুপের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদেরকে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে ইতিমধ্যে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ মনিরুজ্জামান জানান, উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত ব্যক্তিকে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd