সাংবাদিক কাফি কামাল ও ঢাকা মহানগর উওর ছাত্রদলের যুগ্ম-সম্পাদকের ওপর হামলা

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৮

সাংবাদিক কাফি কামাল ও ঢাকা মহানগর উওর ছাত্রদলের যুগ্ম-সম্পাদকের ওপর হামলা

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চলছে ভোটগ্রহণ। সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ঘটে চলেছে ভোটগ্রহণ। মগবাজারে বিটিসিএল স্কুল ভোট কেন্দ্রের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাফি কামাল। সকাল ৯টার সময় তিনি হামলার শিকার হন।

Manual1 Ad Code

তিনি জানান, সকালে ইস্কাটন গার্ডেন স্কুলে ভোট প্রদান শেষে স্ত্রীকে বাসায় পৌঁছে দিতে অফিসের অটোরিকশা নিয়ে মধুবাগ ফিরছিলেন তিনি। পথে বিটিসিএল স্কুল ভোট কেন্দ্রের সামনে দুই ছেলেকে পিটাচ্ছিলেন কয়েকজন। এ দৃশ্য দেখে তিনি অটোরিকশা থামিয়ে পেশাগত দায়িত্বের অংশ হিসেবে কয়েকটি ছবি তোলেন। পরমুহূর্তে হঠাৎ করেই কজন যুবক তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় তিনি বারবার সাংবাদিক পরিচয় দিলেও হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি। হামলাকারীরা কাফি কামালের হাত থেকে তার আইফোনটিও ছিনিয়ে নেয়।

Manual4 Ad Code

হামলাকারীরা মারতে মারতে এক পর্যায়ে তাকে টেনে হিঁচড়ে টিঅ্যান্ডটি কলোনিতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় মেহেদী আজাদ মাসুমসহ কজন সাংবাদিক কেন্দ্রের সামনে দিয়ে যাওয়ার সময় এ দৃশ্য দেখে কাফি কামালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। হামলাকারীদের আঘাতে কাফি কামালের বাম চোখের ওপরে কেটে যায়। রক্তাক্ত অবস্থায় কাফি কামালকে মগবাজার ঢাকা কমিউিনিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা ক্ষত স্থানে চারটি সেলাই দেন। হামলাকারীরা সাংবাদিক পরিচয় জানার পরও তার ফোনটি ফেরত দেয়নি।

এদিকে, রাজধানীর বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র থেকে মারধর করে বের করে দেয়ার অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইলিয়াস আহমেদ ইফাজ।

তিনি জানান, সকাল ৯টার দিকে তিনি ভোটকেন্দ্রে ভোট দেয়ার জন্য যান। কিন্তু সেখানে গিয়ে দেখেন তার ভোট আগেভাগেই দেয়া হয়ে গেছে। বিষয়টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে অবহিত করতে গেলে আগে থেকেই সেখানে থাকা আওয়ামী লীগের বেশকজন কর্মীর হাতে হেনস্তার শিকার হন ইফাজ। তাকে জোর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়ার পাশাপাশি একপর্যায়ে তাকে মারধর করে আহত করে বলেও অভিযোগ করেন তিনি।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..