শারফিন শাহ্’র আস্তানায় হচ্ছে প্রতি বৃহস্পতিবার মিলাদ মাহফিল ও ভক্তি মূলক গান

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮

শারফিন শাহ্’র আস্তানায় হচ্ছে প্রতি বৃহস্পতিবার মিলাদ মাহফিল ও ভক্তি মূলক গান

Manual2 Ad Code

সিলেট :: সিলেটের শহরতলীতে বিমানবন্দর থানাধীন এলাকা চাতল পূর্বপাড়ায় শাহ্ আরেফীন (শারফিন শাহ্) এর আস্তানায় চলছে প্রতি সাপ্তাহিক মিলাদ মাহফিল ও ভক্তি মূলক বাউল গানের আয়োজন করা হয়।

Manual3 Ad Code

এরই দ্বারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার ভিন্ন আয়োজনে অনুষ্টিত হচ্ছে ভক্তি মূলক বাউল গানের আসর।

Manual6 Ad Code

শাহ্ আরেফীন (শারফিন শাহ্) আস্তানার মোতাওয়াল্লী আনোয়ার শাহ্ মাইজভাণ্ডারী এর সভাপতিত্বে এ সাপ্তাহে অনুষ্টানে উপস্থিত থাকবেন , ঢাকা থেকে আগত শিল্পী ছোট মমতাজ , হবিগঞ্জের শাপলাখান, হবিগঞ্জের সানজিদা আক্তার সুইটি, ঢাকার জেলী খান সহ স্থানীয় শিল্পী বৃন্দ। উক্ত অনুষ্টানে আপনি ও আপনার সকলে উপস্থিতি একান্তকাম্য।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..