সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এনামুল হাসান :: সিলেটের জককিগঞ্জ উপজেলায় এক মাসের ব্যবদানে তিনজন নিখোঁজের খবর পাওয়া গেছে।
জানা যায়, জকিগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও শহর যুবলীগের আহবায়ক শাহাব উদ্দিন তাপাদার শাকিল শুক্রবার রাত থেকে ‘নিখোঁজ’ রয়েছেন বলে দাবি করছেন তার স্বজনরা। এ ঘটনায় শনিবার দুপুরে জকিগঞ্জ থানায় তার বড় ভাই আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম একটি সাধারণ ডায়রিও করেছেন। নজরুল ইসলাম জানান, গত শুক্রবার(২৮সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় শাকিল খাবার খেয়ে বিচারে যাচ্ছেন বলে বাড়ী থেকে বেরিয়ে যান। এ রকম প্রায় দিন রাতে বিচারে যান আবার গভীর রাতে বাড়ী ফিরেন। কিন্তু শুক্রবার রাতে বাড়ী ফিরেননি।’
এদিকে জকিগঞ্জের ঈদগা বাজারের ব্যবসায়ী বুরহান উদ্দিন নিখোঁজের ৭ দিন পেরিয়ে গেলে এখনও কোন হদিস মিলেনি।এতে পরিবারের মধ্যে হতাশার কোন শেষ নেই।জানা যায় গত (২৩সেপ্টেম্বর) রবিবার বুরহান উদ্দিন এন্টার প্রাইজের স্বত্তাধিকারী আমদানী ও রফতানি ব্যবসায়ী বুরহান উদ্দিন নিজ ব্যবসা প্রতিষ্ঠান হতে বের হয়ে জকিগঞ্জ বাজারে একটি ব্যাংকে বড় অংকের কিছু টাকা জমা দেওয়ার উদ্দ্যেশে বের হন। এর পর থেকে ব্যবসায়ী বুরহান উদ্দিন নিখোঁজ রয়েছেন বলে পরিবারের দাবি।পরিবারের দাবি ঈদগা বাজার হতে জকিগঞ্জবাজার পথিমধ্যে বুরহান নিখোঁজ হয়েছেন।তিনি জকিগঞ্জ উপজেলার ০৪ নং খলাছড়া ইউনিয়নের কাপনা ধলিগাঁও এলাকার বাসিন্দা,স্থানীয় ঈদগা বাজারে মেসার্স সামছ উদ্দিন এন্ড ব্রাদার্স নামক ভূষিমালের দোকান ও রয়েছে।তার পিতার নাম মৃত ছরফই আলী,নিখোঁজের পর থেকেই পরিবার পরিজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখোঁজি করে না পেয়ে জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেন যার নং(১০৪৭)বুরহানের পরিবার এখন বড় অসহায় তারা তাদের ভাইকে অক্ষত অবস্থায় ফিরত চায়।প্রশাসনের বিভিন্ন বাহিনীর সাথেও যোগাযোগ করে তাদের ভাইয়ের কোন হাদিছ মিলেনি বলে জানা যায়। এখন স্ত্রী সন্তান সহ সবাই খুবই উদ্বিগ্ন নিখোঁজ বুরহান উদ্দিনের সন্ধানের প্রত্যাশায়। তাদের দাবি বুরহান যদি কোন অন্যায় ও করে থাকে তবুও ভাইটি আমাদের কোথায় আছে জানতে চাই।বুরহানের সন্ধান পেতে পরিবারের পক্ষ হতে প্রশাসনসহ জকিগঞ্জের সকল সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন।
অপরদিকে জকিগঞ্জ থেকে ডিবি পরিচয়ে ডা. মাহফুজুল আলম (৩০) নামের এক চিকিৎসককে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। (৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ডা. মাহফুজুল আলমকে তার নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে সোনালি রঙের একটি হাইয়েস মাইক্রোবাসে ছয়-সাতজন লোক তুলে নিয়ে যান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd