সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর বন্দরবাজার থেকে মাছের পেট কেটে ৬১৪ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। একইসাথে আটক করা হয়েছে আব্দুল খালিক নামের এক মাদক বিক্রেতাকে। সোমবার বিকাল ৩টার দিকে তাকে আটক করা হয়।
বিষয়টি প্রেস বিঞ্জপ্তিতে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান।
বিঞ্জপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল খালিককে আটক করা হয়। তার বাড়ি গোয়াইনঘাটের সালুটিকরে। তিনি জকিগঞ্জ থেকে বিক্রির জন্য মাছের পেটে ভরে ইয়াবা নিয়ে সিলেটে এসেছিলেন। তাকে আটকের পর মাছের পেট কেটে ৬১৪ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীদের নাম ও ঠিকানা- আবদুল খালেক (৩৩), পিতা-মৃতঃ মাহমুদ আলী, গ্রাম-মিত্রীমহল, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
উল্লেখ্য যে, সে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় করে, নিজ হেফাজতে রেখে মাদক সেবীদের নিকট পৌঁছে দিয়ে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd