সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৮
সিলেট :: সিলেট নগরীতে হিজড়া পরিচয়কারী নকল হিজড়াদের গ্রেফতারের দাবিতে এসএমপি পুলিশ কমিশনার বরাবর অভিযোগ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (২২ সেপ্টেম্বর) নাইয়রপুলস্থ এসএমপি পুলিশ কমিশনার এ অভিযোগ প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি সুন্দরী হিজড়া, আলেয়া হিজড়া, বিউটি হিজড়া, লিপি হিজড়া, সাজু হিজড়া, রানী হিজড়া, পাখি হিজড়াসহ সংস্থার সকল সদস্য বৃন্দ।
অভিযোগে উল্লেখ করেন, রানা ভূইয়া নামের এক যুবক সিলেট নগরীতে হিজড়া পরিচয় দিয়ে বিভিন্ন স্থান থেকে চাঁদা আদায় করে থাকে। এমনকি সিলেটস্থ বিভিন্ন স্কুল কলেজ পড়–য়া ছাত্রদেরকে হিজড়া বানিয়ে সমাজের কাছে তাদের সমকামীতায় বাধ্য করে। এসকল নকল হিজড়াদের নিয়ে একটি গ্রুপ তৈরী করে সরকারি ও বেসরকারি প্রতিষ্টানের কাছ থেকে বিভিন্ন ফায়দা হাসিল করছে। এমনকি সঠিক হিজড়াদের মারধর করছে বলে অভিযোগে প্রকাশ।
রানা ভূইয়া সিলেট নগরীর জালালাবাদ পার্কের ভিতরে প্রতিদিন সন্ধার পর হলে নকল হিজড়াদের নিয়ে আড্ডা জমায় এবং ওই খান থেকে যুবকদের বিক্রি করে থাকে বলে অভিযোগ করেন হিজড়ারা। হিজড়াদের দাবী এই নকল হিজড়া বানানোর কারিগর রানা ভূইয়াকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্ত মূলূক শাস্তি প্রদান করা হোক।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd