আবারও বাঁশেরকেল্লা ফেসবুক পেজ বন্ধ

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৮

আবারও বাঁশেরকেল্লা ফেসবুক পেজ বন্ধ

Manual2 Ad Code

ফেসবুকের এক প্রতিবেদনে দেখা যাচ্ছে, শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৩৬ মিনিটে ফেসবুক পেজটি ডাউন করে দেয়া হয়েছে।

জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, রাষ্ট্র ও ধর্ম নিয়ে আপত্তিকর প্রচারণা চালানোর অভিযোগে এর আগে ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি পেজটি বন্ধ করে দেয় বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিম বা বিডি সিএসআইআরটি।

একই অভিযোগে ১২টি ব্লগ ও ফেসবুক পেজ বন্ধ করে দেয়া হয় ওই সময়।

সরকারের বিরুদ্ধে সোচ্চার বাঁশেরকেল্লা পেজের মাধ্যমে সরকার বিরোধী এবং উস্কানিমূলক পোস্ট দেয়া হতো বলে অভিযোগ রয়েছে। সরকার এই নিয়ে বিব্রতবোধ করলেও কিছু করার ছিল না।

কারণ বাঁশেরকেল্লা ফেসবুক পেজটি দেশের বাইরে থেকে পরিচালনা করা হতো। ফলে বিভিন্ন সময় পেজটির বিরুদ্ধে রিপোর্ট করেও কোনো ফল পাওয়া যায়নি।

Manual3 Ad Code

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, বাঁশেরকেল্লায় পোস্টগুলো পাতাটির টুইটার অ্যাকাউন্টেও পোস্ট করা হয়।

তিনি বলেন, প্রতিটি ছবির সঙ্গে তারা হ্যাশট্যাগ ব্যবহার করে বিবিসি, সিএনএন, আলজাজিরা লাইভ, আলজাজিরা স্ট্রিম ও ইউএনকে যোগ করে নিচ্ছে। এভাবেই বাংলাদেশের বিরুদ্ধে পরাজিত বাপেদের অবশিষ্ট লড়াইটা করে যাচ্ছে ওরা।

Manual4 Ad Code

Manual5 Ad Code

২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি পেজটি বন্ধ করে দেয়া হলে এই ছবিটি নতুন পেজে প্রকাশ হয়েছিল। ছবি: সংগৃহীত

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেসব ফেসবুক পেজ বন্ধ করা যায় বলে গোয়েন্দারা তালিকা তৈরি করেছে তার মধ্যে রয়েছে দ্বিতীয় আলো, বিদ্রোহী আলো, বখতিয়ারের ঘোড়া, ফরায়েজী আন্দোলন, ব্রেকিং আঠারো দলীয় জোট, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভিশন ২০২১, ফ্রিডম অব স্পিস, বাংলাদেশ জামায়াত ই ইসলামী, বিডি ন্যাশনালিস্ট, ১৮ দলীয় জোট, শো নিউজ কম, লন্ডন বাংলা নিউজ, তরুণ প্রজন্ম উল্লেখযোগ্য।

এই পেজগুলোর বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক বিশৃংখলা সৃষ্টির অভিযোগ রয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বলছে, দেশের টেলিযোগাযোগ আইন অনুযায়ী আমরা সুপারিশ করেছি, কোনো ধরনের রাজনৈতিক বিবেচনায় নয়। বিটিআরসি ২০১২ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিম (বিডি সিএসআইআরটি) গঠন করে। কার্যত এই প্রতিষ্ঠানটি এখন অচল হয়ে পড়েছে।

Manual3 Ad Code

তবে সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে সাইবার নিরাপত্তায় ২৪ ঘণ্টার একটি হেল্পলাইন চালু করা হয়েছে। ০১৭৬৬৬৭৮৬৮৮ নম্বরে ফোন করে যে কেউ অনলাইনে হয়রানির অভিযোগ করতে পারবেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..